লিখতে তো চাই অনেক কিছু
প্রকাশ গোপন যাই থাকুক,
পাতায় পাতায় সাজিয়ে দেবো
পাঠক সমাজ চোখ রাখুক।


মনের ভেতর ভাবনা এমন
হরহামেশা ঘুর্ণি খায়,
লিখতে গেলে শব্দ খরায়
লেখক সত্তা অক্কা পায়।


আত্মা ছেড়ে প্রেতাত্মাটা
এই বুঝি যায় শ্মশান ঘাট,
তারপরেতেও ইচ্ছে জাগে
লিখতে বেঁধে আটঘাট ।


তোমরা যখন কলম ধরে
শব্দ তালের খেল দেখাও,
আমার ভেতর দৈন্যতা কয়
নিজের গালেই চড় কষাও।


কুঁজো আবার চিৎ হয়ে শোয়,
কানায় দেখে রাতের চাঁদ,
লেখক হওয়ার স্বপ্ন আমার
বড়র পিরিত বালির বাঁধ!