আশেপাশে ঘুরছে ম্যালা
মানুষ বেশে পশুর দল,
কেমন করে চিনবো তাদের
কেমন করে বাচঁবো বল?


স্যুটেড বুটেড ভদ্রলোকের
কুকুর কুকুর গন্ধ গায়,
জেনে বুঝেও বলছে সবাই
দিতে হবে তাতেই সায়।


উটকো পঁচা গন্ধ শুঁকে
প্রাণটা যখন রাখা দায়,
আকার বিকার নেই তবুও
ভদ্রবেশী মহাশয়!


এদের মাঝে চলতে হবে
বলতে হবে বলবে যা,
অন্যথাতে নেইকো ক্ষমা
জুটবে জানি দু চার ঘা।


কুকুর চেনে মুগুর জানি
মুগুরে তার ম্যালা ভয়,
শক্ত হাতে ধরলে মুগুর
তবেই কুকুর লেজ গুটায়।