কেন বাপু কাঁদছো বসে হাপুস নয়ন জলে,
জীবন তোমার গেছেই চলে ভরা রসাতলে?
পদ পদবী যশের ভারে ছিলে দিশেহারা,
লক্ষ্য ভুলে আপন জীবন করলে লক্ষী ছাড়া।


ভুড়ির উপর চুড়ির মেলা, হুক্কোর গুড়্গুড়োনি,
মেতেছিলে রঙ্গরসে, দিন তবু ফুরোয় নি।
টাকার সাথে চাকার যোগে লাগাম ছাড়া হয়ে,
অজানা এক জংশনে আজ মরছো তুমি ভয়ে।


এসেছিলে কেন তুমি, কেনই বা এ আসা;
ভাবো নি তো একটিবারো উল্টে যাবে পাশা।
ত্যাগের চেয়ে ভোগের মোহে ছুটে ছুটে এখন
অবশেষে বুঝলে তুমি সময় যখন তখন।


একটু যদি বসতে তুমি সময় নিয়ে হাতে,
ধ্যান সাগরে ডুবে যেতে গভীর মধ্য রাতে;
বুঝতে তুমি জীবন মানে অনন্ত এক সুখ,
ধর্ম কর্ম সেবার খোঁজে হতে যে উন্মুখ।