গল্প দেখি অল্প তো  নয় তোমার;
রাঙা পায়ে আলতা পরা লাজুক বধূ গায়ের
আলতো করে ঘোমটা টানে
শব্দ শুনে পায়ের।


খেজুর পাতার মাদুর পেতে
শীত কূয়াশার রোদে
রসের হাড়ি মন মাতালো
গভীর অনুরাগে।


নোলক পরে ঝলক মারে
করতে হৃদয় হরণ,
শালুক তুলে গাঁথলো মালা
করলো তোমায় বরণ।  


আম বাগানের ছাঁয়ায় বসে
বাঁজাও তুমি বাঁশী,
কেষ্ট সাজার ইচ্ছে জাগে
দেখলে অষ্টাদশী।


ভর দুপুরের কাঠ ফাটা রোদ
কিংবা ভরা বাদল,
রাইয়ের খোঁজে সন্ধ্যা সকাল
বাঁজাও তুমি মাদল।


বাঁজাও তুমি কেষ্ট ঠাকুর
বাঁশের বাঁশী যত,
নাচবে কি আর হালের রাঁধা
তোমার ইচ্ছে মতো?