পেট মোর ছোট নহে বাহে,
ধরতে পারি তামাম দুনিয়া।
গোটা পৃথিবীটারে এক লহমায়
গিলে তৃপ্ত করতে পারি হিয়া।


হজমে নাই ঝুটঝামেলা কোনো
যা দিবা তাই পারিগো গিলতে,
তবু কেন জোটে না কন বাহে
থালার কোণায় রুটি এক চিলতে?


খিদার জ্বালায় পোড়ে পেট মোর
চোখে দেহি ঘোর অন্ধকার,
কন বাহে, খিদা লাগিছে মোর
কবো আর কতবার?


ভদ্দরলোক দাবীদার যারা
খায়দায় খুব অল্প,
ক্যান বাহে তাগোরই ঘরে
শত পদের চলে গল্প?


হজম করবার পারে না বাহে
চর্বির ভয়ে কাপে,
ছালুনের সাথে ভাত নিতে তারা
বারবার করে মাপে।


ফেলে দেয় ভাত আস্তাকুড়ে
ধরে না নাকি পেটে,
খালি পেট মোর, জোটে না তবু
অনাহারে যায় দিন কেটে।