কোন এক ক্ষণে কোন এক মনে
শুভাকাঙখীর বেশে,
এসেছিল সে হাত বাড়িয়ে
দাঁড়িয়েছিল এসে পাশে।
মুখে ছিল তার বিশ্বাসের গান
চোখে ছিল চাতুরতা,
মেলে ধরে সে মেকি স্বপ্নের
মিথ্যে আকুলতা।
ভাবে কেউ, বুঝি পেয়ে গেছি আজ
সুখের নতুন বাসর;
সোল্লাসে বাঁজায় যত ছিল তার
ঢাক ঢোল আর কাসর।
আঘাতের ক্ষতে লবণের ছিটা
দিতে পারে আরো কেউ,
বোঝে না বোঝে না কিছুতেই সে
মিথ্যে সুখের ঢেউ।
খেলারাম সেজে খেলে চলে যায়
ব্যথিতের মন নিয়ে,
অবশেষে বোঝে কেউ কারো নয়
প্রাণটা বিসর্জন দিয়ে।