একটা গোলাপ একশো টাকায়
কিনতে হবে আজ,
আজকে নাকি পরবে সবাই
ভালবাসার তাজ!
পাচ্ছে শোভা ঝলমলিয়ে
পান্না হীরে চুণী,
বুক চিতিয়ে প্রেম বিলাবে
চোর ডাকাত আর খুনি।
ভালবাসার কইতে কথা
খুঁজছে দিবস সবাই,
বাপ মা হারা খোকা এখন
হয়ে গেছে টোকাই।
চায় না খোকা গোলাপ বেলী
ভালবাসার দিন,
ক্ষুধার থালায় ভাতের আশা
একেবারেই ক্ষীণ।
হায় রে ভাল হায় রে বাসা
কোথায় তোমায় খুঁজি,
দিবসটাতে বেশ জমেছে
পুঁজিবাদীর পুঁজি।