ভাগ্য আমার মন্দ ভালো ইচ্ছে যেটা বলিস
কেউ জানে না, আমি জানি কেমনে কোথায় চলিস।
গোপ্তা চোরা আঘাত করায় তুই যে ভারী পটু,
দুষ্টু লোকের মিষ্টি কথা হয় না কভূ কটু।
রাজপ্রাসাদ সাজিয়ে তুই ভাবছিস হবি রাজা,
তোর কবলে পড়বে যে জন, নিশ্চিত তার সাজা।
তাই তো থাকি দূরে দূরে, মাড়াই না তোর ছায়া,
জানি আমি জানি রে তোর নাই যে কোন হায়া।
এরে ধরিস, তারে ধরিস, করতে দল তোর ভারী;
ধামাধরা গাধাগুলোর নাকেও বাঁধিস দড়ি।
হেসে মরি আপন মনে কারবার তোর দেখে,
খোলস ভরা জীবন চালাস মিথ্যায় ঢেকে রেখে।
এক জীবনে কম চালাস নি হাজার ছলাকলা,
ক্লান্ত আমি দেখে রে তোর বেপরোয়া চলা।