চায় কবিতা বন্ধু আমার
ফেরতযোগ্য বলে,
ক্যামনে বলি তারে আমি
না কথাটা কৌশলে।
বন্ধু আমি কবিতা নয়
লিখি মনের কথা,
তোমরা যারে কাব্য ভাবো
দুঃখ সুখের গাঁথা।
পারি না তো সবার মতো
হইতে জ্ঞানী গুনী,
খোঁচা মারা কথাগুলো
চুপ করে তাই শুনি।
তোমরা বন্ধু সবাই কত
বড় বড় মানুষ,
আমি সেথায় বোকার মতো
ওড়াই এসে ফানুস।
দয়া করে ঠাঁই দিয়েছো
বন্ধুদের এই মেলায়,
তাও পারি না তাল মেলাতে
সবার সাথে খেলায়।
করবোটা কী বন্ধু বলো
বুদ্ধি যে খুব কম,
কিন্তু আমার ভালবাসায়
অফুরন্ত দম।
ভালোবাসি বন্ধু তোমায়
আরো যারা আছে,
সবাই থাকে প্রাচুর্যতায়
আমার মনের কাছে।
সত্য বলে যেটা জানি
সেটাই আমি বলি,
মিথ্যে মেকী সয় না বন্ধু
এড়িয়ে তাই চলি।
তবুও তো মানুষ আমি
হতেই পারে ভুল,
ক্ষমা ছাড়া ছাড় পাবো না
ওপারে একচুল।
ক দিনই বা আছি বলো
খেল তামাশার মেলায়,
ডাকটা পেলেই উঠতে হবে
ওপার যাবার ভেলায়।
হাতটা আমার বড্ড খালি
পাথেয় নেই সাথে,
ভুলে ভুলে ভরা জীবন
আমলও নেই তাতে।
তড়িঘড়ি তাইতো ছুটি
অনাহারীর পাশে,
পুলসিরাতে যদি জোটে
আশীর্বাদ এই আশে।
আর হবে না হয়তো লেখা
হয়তো দেখা শেষ,
রেখে গেলাম না হয় আমার
ভালবাসার রেশ।