কল্পনাকে ফ্যান্টাসি ভেবে
অনেক করেছে ভুল,
কল্পনার গায়ে ফুটিয়ে দিয়েছে
নিন্দার কাঁটার হুল।
কল্পনাতে-ই ভর করে এই
সভ্যতা গেছে এগিয়ে,
কল্পনার এই ডানায় চড়ে
ভাবনা যায় সীমানা পেরিয়ে।
হারালে কল্পনা পড়বে সেদিন
সভ্যতার মুখ থুবড়ে,
অগ্রগতি আসবে না আর
সব কিছুই যাবে বিগড়ে।


লামা/বান্দরবন