বুকের ভেতর কষ্টের দলা
একটা নষ্ট গান,
জুড়ায় জ্বালা অভাগী তার
গরল করে পান।
দেখলো চেয়ে পড়শীরা তার
তামাশা চেয়ে চেয়ে,
পিষতে তারে নষ্ট হাওয়া
আসছে ধেয়ে ধেয়ে।
কাঁদছে স্বজন হাসছে কু জন
সময় ধরে ধরে,
অবক্ষয়ের করাল গ্রাসে
সমাজ গেছে ছেঁয়ে।