ছাপোষা জীবন পাপোষে মোছে
জীর্ণ ধুলোর ময়লা,
টানাটানি আর ধার দেনা দিয়ে
জীবন হয়ে যায় কয়লা।


নেয় না মেনে হার তবু সে
কয়লায় খোঁজে হীরে,
কষ্টের পরেই সুখ মেলে ভাই
সুদিন আসবে ফিরে।


নিজেকেই নিজে স্বান্তনা দিয়ে
শোনায় অভয় বাণী,
আপন বাহু অচল হলে
কেউ আসবে না জানি।