কুয়াশা ঢাকা শীতের চাদরে
চারদিক নিস্তব্ধ,
নির্বাক আকাশ তাকিয়ে রয়
পায় না খুঁজে কোন শব্দ।
হিম হিম হিম হিমেল হাওয়ায়
চোখ মুখ সব ভিজে যায়,
জানালার পাশে নীরবে দাঁড়িয়ে      
কুয়াশার বুকে মুখ লুকায়।
পাতাগুলো তার হারিয়ে গেছে
করে দিয়ে তারে একা,
আমার ব্যাথা কেউ বোঝে না
যন্ত্রণা কত একা থাকা।