লেবাস ধরে আবাস সাজায়
সাজায় মেকি জীবন,
ভেক ধরে সে থাকবে ভাবে
থাকবে সারা জীবন।


রাতের পরে দিনের পালা
দিনের পরেই রাত,
মেকি লেবাস মেকি আবাস
ক্যামনে ঢাকে জাত?


হালুমহুুলম করে কাঁপায়
ফাঁকা বনের ভেতর,
মেকুর হয়ে ঢেকুর তুলে
মুখোশ খোলায় কাতর।    


পুচ্ছ লাগায় করতে উঁচু
এ ঘাট ও ঘাট ঘুরে,
আপন দলে ঠাঁই হবে না
লাত্থি খেয়ে ফিরে।


গল্পগুলে তেতো হলেও
সত্যি বলেই জানি,
লেবাসধারী আবাসহারা
তোমায় আমি চিনি।