হতাশায় আর ডুবিস নে ভাই
খুব বেশি দিন নেই,
লকডাউন আর জ্বালাবে না
হারাস নে তাই খেই।
মন্দ কীরে ছিলাম সবাই
ক দিন না হয় ঘরে,
বন্ধু স্বজন ভুলে ছিলাম
ভোগের নেশায় পড়ে।
রোজ সকালে উঠেই দিতাম
ঘোড়ার বেগে দৌড়,
এটার পরে ওটার চাওয়ায়
পুড়তে হলে পোড়।
ঘরে বসে বৌ কেঁদেছে
ছেলে মেয়েও সাথে,
টাকার নেশায় আমরা তখন
ছুটছি পথে পথে।
কেউ পারে না দিতে বাঁধা
বল্গা হারা ঘোড়ায়,
লকডাউনে অবশেষে
থামলো সবাই পাড়ায়।
এবার সবাই ঘরে বসো
একটু নিতে দম,
ভাবো কবে কখন তোমায়
ডাকবে এসে যম।
কী করেছো এই দুনিয়ায়
কেনই বা এ আসা,
খেরো খাতা খুলে দ্যাখো
ভুলে ভুলে ঠাসা।