ইটের খোয়া, আতর, পাথর
বুঝবে যেদিন মিলেছে,
পুঁচকে ইদুর খামচে ধরে
ম্যাঁও বিড়ালও গিলেছে।
ভাবছো বুঝি আজব এসব
কক্ষনো কি হয়!
মিথ্যে হলেও কলির যুগে
এটাই মেনে নেয়।
এমন ধারা চললে পরে
সামনে হবে কি?
ধরে নিও পান্তা ভাতে
ঢালবে ওরা ঘি!
আঁতকে উঠে ভয় পেয়েছো
ওমা একি বলে!
কলির যুগে কলির মেলায়
কত্ত কিছুই চলে।
তারপরো ভাই ভয় পেও না
হালুম হুলুম শুনে,
জেনে রাখো জেনে রাখো
ম্যাঁও ঢোকে না বনে।