* আমার বিভূতি দার বাড়ি খরা চলছে, আর মেঘ আমার এখানে কাঁদুনি গাইছে ; বিভূতিদাকে উৎসর্গ করলাম কবিতা আর মেঘকে পাঠালাম তার বাড়ি।        


মেঘ বালিকা ডাকছে দাদা
তোমাকে তার বাড়ী,
জলদি ছোটো দাদার পানে
নইলে নেবো আড়ি।


ফ্যাচফ্যাচানো কান্না তোমার
চাইছি না আর আমি,
দাদার মাটি শুকনো খরায়
গুনছে প্রমাদ ভ্রমি।


জল ঝরিয়ে ভেজাও মাটি
সবুজ করো সব,
দাদার সাথে আমরা সবাই
করবো কলরব।


মেঘ বালিকা মেঘ বালিকা
শুনেছো কি কথা?
দোহাই তোমার দাদার বুকে
দিও না আর ব্যথা।