বুকের ভেতর কথামালার রাজ্য ম্যালা বড়,
প্রকাশেতে ভাষাগুলো বড্ড নড়োবড়ো।
চোখের ভেতর শুকনো সাগর পোড়ায় সারাদিন,
বন্দী পাখির মুক্তি গানে আমি দীনহীন।
চোখ জ্বলে যায় বুক পুড়ে যায় দহন ব্যথার জ্বালায়
সুখ পাখিটা রাজ্য ছেড়ে অন্য কোথাও পালায়।
তরীর বৈঠা আমার হাতে সামনে আশার সাগর,
পাড়ি দেবো সাঁঝের বেলায় ভেঙে দুঃখের আগল।
মুক্ত পাখি মেলবে ডানা নীল আকাশের দেশে,
মিষ্টি গানে জুড়াবে প্রাণ শুধুই ভালবেসে।
আশার প্রদীপ রাখবো জ্বেলে থাকুক ঝড় বাতাস,
মিথ্যেরে নয় গানের পাখি সত্যি এ আশ্বাস।