জ্বলছে হাড়ি চুলোর উপর
উপোস উদর সাথে,
চাল জোটে তো নুন জোটে না
অন্নহীনার পাতে।
ছন জোটে না ঘরের চালে
রেলের লাইন ধরে,
মধ্য রাতে নিদ্রা মেলায়
লাইন থরে থরে।
দুধের শিশু ঘুমিয়ে থাকে  
শীর্ণ মায়ের বুকে,
কেউ জানে না শ্বাপদেরা
মারবে ছোবল কাকে।
মধ্য রাতের নিয়ন বাতি
সাক্ষী থাকে তার,
ক্ষুধার জ্বালা মেটাতে কেউ
হচ্ছে ঘরের বার।  
এ হাত ছেড়ে ও হাত ধরে
মধ্য রাতের বেলায়,
খুন জখম আর রাহাজানি
মহাজনির খেলায়।