হঠাৎ করে জোয়ারের জলে
উঠলো তুফান ছুটলো বান,
চিৎ হবো না কাত হবো রে
বোঝে না এ অবুঝ প্রাণ।
জান চলে যায় মান থাকে না
হয় না তবু কারো হুঁশ,
এঁড়ে ষাড় নয় বকনা বাছুর
আসছে ছুটে দিতে ঢুঁশ।
ইচ্ছেমতো লাফায় জলে
মহিষা টাকির দলগুলো,
রাঘব বোয়াল রুই কাতলা
মান বাঁচাতে মুখ লুকোলো।