ইচ্ছে আমার যখন যা হয়
ধার ধারি না ন্যায় নীতির,
করছি আমি তেমনি সে সব
মন মানে না ভয় ভীতির।
মরলো কেবা বাঁচলো কেবা
কিবা আসে যায় তাতে,
হঠাৎ দেখি এই আমাকে
আলো নেভা ঘোর রাতে।
হাজার জনায় রাখতো ঘিরে
সব ভোলানোর মন্ত্রতে,
বুঝি নি তো সব হারিয়ে
ঢুকছে জীবন যন্ত্রতে।
ভাল্লাগে না মায়ের কথা
বাবার কথায় তিক্ত বিষ,
লাইক কমেন্ট ওয়াও দিয়ে
জীবনটাকে ভরিয়ে দিস।
গায়েব থেকে আসছে স্বজন
ঢেউয়ের মতো উথলিয়ে,
স্বজনহারা করলো আমায়
হাজায় কথায় ফুসলিয়ে।
ভাবের জগত ভাব জমাতে
দিতো আমায় হাতছানি,
সুখে দুঃখে থাকবে তারা
মুছে দিবে সব গ্লানি।
মজেছিলাম ভাব জগতে
নিঃস্ব করে নিজেকে,
আপনজনা ঠেলতে দূরে
বাঁধ সাধেনি বিবেকে।
হঠাৎ দেখি একলা আমি
আশেপাশে নেই যে কেউ,
একলা মরি কেঁদে কেঁদে
কূল দেখি না, শুধুই ঢেউ।