সংসার তার ধ্যানে জ্ঞানে
জীবন জুড়ে সব,
এইখানে তার জয়জয়াকার
সুখের অনুভব।
থাকতে পারে এই জগতে
আরো কোন বিষয়,
বিশ্বাসে তার ঘুণ ধরেছে
মন ভরা সংশয়।
মরতে হলে মরতে রাজী
থাকবে তবু ধরে,
অলক্ষ্যে তার হচ্ছে মরণ
বোঝে অনেক পরে।
এইতো আছি বেশতো আছি
চলছে যেমন চলুক,
ঘিয়ের সাথে চিতার আগুন
জ্বলে যদি জ্বলুক।।
দিনের পর দিন গড়িয়ে
সময় বয়ে যায়,
তুষের আগুন বেড়েই চলে
সহ্য করা দায়।
তাও বেরোয় না বলয় ভেঙে
সুখের খোঁজে পথে,
মরলো শেষে চার দেয়ালে
নিঃস্ব হতে হতে।