খেলাটা খেলতে অনেক সহজ
কেউ তো কোথাও ঠেকায় না,
চালাও তবে চলুক খেলা
রেসের ঘোড়াও আগায় না।
এই দিন যে সব দিন না
স্বপ্নেও সে ভাবে নাই,
সেরের উপর সোয়া সেরের
অংকে হিসাব খুঁজে পাই।
খেলতে যেয়ে মুক্ত পাখির
পড়লো শিকল তার ডানায়,
খুব দূরে নয়, এই আকাশেই
দেখরে ঈগল পাখা ঝাপটায়।
এক ছোবলে এক লহমায়
ছিড়বে শিকল ডানার তোর,
নীল আকাশে দেখবে সবাই
মুক্ত পাখির ডানায় ভোর।