আলোর নীচে কালোর বসত
ভালোর নীচে মন্দ,
কেমন করে বাঁচবে সবাই
হারিয়ে সত্যের ছন্দ?


আলোর সাথে ভালোর সাথে
কাটুক বারো মাস,
এসো সবাই এক হয়ে যাই
সত্যে নিতে শ্বাস।


নাম ফুটুক আর নাই বা ফুটুক
যাক সুবাস ছড়িয়ে,
নামের বড়াই করতে যেয়ে
যায় যে সব হারিয়ে।


নামে কারো যায় আসে না
কাজের কাজী হই,
ধ্যানে জ্ঞানে সুখের বসত
বিশ্বাস করো সই।


নাম খুঁজে কেউ পথ হারালে
কীই বা করার আছে,
নাম না খুঁজে চলো না ভাই
ফিরি প্রভূর কাছে।