মর মর মর, মরিস না কেন
লাজ লজ্জা নেই কি তোর?
দিন কাটে তার এমনি করেই
নেই কোন তার তোড়জোড়।


আনমনা সে রইলো চেয়ে
খুঁজছে কেবল বাঁচার পথ,
লাঞ্ছনা আর গঞ্জনা তার
গয়না হলো নাকের নথ ।


গায় লাগে না মন্দ গালি
চোখ রাঙ্গানি উপেক্ষায়,
নিজের মতো বাঁচবে বলে
দৃষ্টি মেলে শুন্যতায়।