কাল রাতে যখন যাচ্ছিলে হেঁটে
দৃষ্টিটা কিছু খুঁজছিল,
চোখে চোখে যখন হয় চোখাচোখি
আমারো কিছু বুঝ ছিল।
ইশারায় হয় আপোষনামা
আশপাশ থাকে অন্ধ,
পেটের জ্বালায় লজ্জা বিবেক
সব রেখেছিলাম বন্ধ।
লোক সমাজে তুমি ম্যালা বড়
আমি নাকি অস্পৃশ্য,
আমার না হয় ক্ষুধার জ্বালা
তুমি কেন হও আমার শিষ্য?
ইচ্ছে করে জানতে আমার
কিসের তোমার অভাব?
তোমার তো আর কারো কাছে
হয় না দিতে জবাব।
ইচ্ছে করে মিথ্যে সাজাও
করো কত ছল,
ভালবাসার গল্প দিয়ে
মোছো চোখের জল।
গল্প তোমার অল্প তো নয়
সবই আমার জানা,
কিন্তু ও সব গল্প নাকি
আমার জন্য মানা।
আমারো যে ইচ্ছে করে
কাটুক জীবন এক হাতে,
ক্লান্ত আমি চাই না যে আর  
জমুক আসর রোজ রাতে ।
চাই বা না চাই আসবে যাবে
এমনি আরো অনেকে,
ভালবাসার হাত বাড়িয়ে
ডাকবে না কেউ আমাকে।