নিস্তব্ধতায় শুনসান হাওয়ায়
নিঝুঁম রাতের তারায়,
একাকী বসে খুঁজে খুঁজে ফেরে
তীর্থ যাত্রীর মেলায়।


ঝিরঝিরি হাওয়া সবুজে পাওয়া
শীতল জলের ধারা,
দূর করে সব মায়া মোহ লোভ
আরো আরো আছে, যত ব্যাধি জরা ।


নীল আকাশের নীল নীল মেঘ
নীল গিরির দিগন্ত রেখা ,
পাহাড়ের বুকে অপরূপ সাজে
স্থাপনাগুলোও যায় দেখা ।


ঢং ঢং ঢং বেজে ওঠে বেল
দূর পাহাড়ের পাদদেশে,
কোরাসের তালে কচি কচি শিশু
বাঙলা মায়ের বুকে হাসে।


"আমি পারি আমি করবো
আমার জীবন আমি গড়বো"
প্রত্যয়ী শিশুদের দল
মনছবিতে আস্থা যাদের অবিচল।


চারপাশ ভরা জীবনের ছোঁয়া
সাথে নিরাময়ের স্রোতধারা,
আরোগ্যশালা নামে তারে চেনে
ধ্যানের গভীরে ডোবে যারা।