বুকের ভেতর কষ্ট ম্যালা
মিথ্যে কেন বলতে হয়?
এক মিথ্যেতে জন্মে শত
এক বিন্দুও মিথ্যে নয়।


জেনে বুঝেও আড়াল করি
জ্যান্ত কোন সত্যকে,
নিত্য মারি বুকের ভেতর
লুকিয়ে থাকা আত্মাকে।


মিলবে কবে মুক্তি আমার
মিথ্যে নামের জেলখানায়,
সত্য নিয়ে চলতে গেলে
কেন এত ভাবতে হয়?