পথে মেলে না মতে মেলে না
তবুও থাকি সাথে,
চালে মেলে না ডালে মেলে না
বেঁচে থাক দুধে ভাতে।
মেলামেলির এই হিসেব নিকেষে
অনেক কিছুই যায় না,
তুমি বোঝালে বুঝতে হলেও  
সাধারণে খেতে চায় না।
সাধলে জামাইর মুখে রোচে না
ঘিয়ে মাখা গরম ভাত,
কুড়োর জাউয়ে মুখ ডুবিয়ে
খোয়ায় শেষে তার জাত।