মাঝে  মাঝে পাই তোমার দেখা
প্রভু, হররোজ কেন পাই না;
আমার-ই মাঝে বিরাজমান তবু
দেখেও দেখতে চাই না।    
আপনার মাঝে ডুবে যেতে চাই  
তোমাকে খোঁজার জন্য,
অবসর মেলে না কিছুতেই প্রভূ
খুঁজে বেড়াই ভোগ্য পণ্য।
রাত নাই আর দিন বহুদূর
মরিচীকা আগে খুঁজি তো,
তোমাকে ভুলে পঙ্কিলতায়
নিজেকে করেছি পতিত।
অবশেষে দায় তোমার ঘাড়ে
চোখে কেন তুমি দেখো না,
কান কী তোমার বধির প্রভু
আমার কথা শোনো না?