কানে কানে বলি ফিসফিস করে
চুপচাপ যাও শুনে,
ছেড়েছে শহর দলে দলে তারা
যাচ্ছে চলে সব বনে।
সভ্যের খাতায় ম্যালা কাটাকাটি
মার্কিং নাকি ঠিক নাই,
মানুষে পশুতে পাশাপাশি বাস
এক বাসনে চলে খাইদাই।
বাছবিচারের ধারে কাছে নেই
নেই বিচার ভালো মন্দে,
রাত দিন তারা আছে মেতে শুধু
স্বার্থের মহা দ্বন্দে।
বোঝা মুশকিল লেবাস আবাসে
মানুষে পশুতে ফারাক,
ভেদাভেদ ভুলে মানুষে পশুতে
এক কাতারে দাঁড়াক!