বর ছিলো না তখন তাহার
ঘরটা কিন্তু ঠিক ছিলো,
চুল বেঁধেছে, ভাত রেঁধেছে
মনের মাঝে সুখ ছিলো।


সেই সুখে সে লিখতো কত
ছন্দ তালে মিল দিয়ে,
জীবন নিয়ে গল্পগুলো
পড়তো সবাই মন দিয়ে।


আজকে তাহার ঘরের সাথে
বর জুটেছে খুব ভালো,
ঘরে বরে জীবন তাহার
সপ্ত রঙের এক আলো।


লাগছে ভালো সুখ দেখে তার
মনটা তবু খুব খারাপ,
ঘরের সাথে বরের সাথে
রইলে কাব্য হয় কি পাপ?


লিখতে পারে কয়জনা আর?
পারছে যখন লিখতে সে,
চাতক হয়ে পাঠক থাকে
মিলবে সুধা বিশ্বাসে।


থমকে গেছে কলম তাহার
পায় না পাঠক নাগাল তার,
হয় কখনো থাকতে কবি
অকাল মরণ কবিতার?