লিখেছে সবাই কীর্তি  তোমার
বলছে কেউ তোমার স্বপ্ন নিয়ে,
আমিই কেবল পারি নি কিছু
বলতে তোমার কী অবদান।    
দেশ ছাড়া এক জাতি আমরা
খেলছিল কেউ ইচ্ছেমতো,
বললে  তুমি গর্জে উঠে
দেশবাসী সব হও আগুয়ান।
কামার কুমার তাতী চাষা
ছাত্র কিবা আম জনতা
ছুটেছিল সব তোমার ডাকে
জয় বাংলার ধ্বনি তুলে।
অমানিশার ঘোর আঁধারে
নিমজ্জিত আজকে সবাই,
আলোর মশাল হাতে নিয়ে
এসো পিতা বুকের কষ্ট ভুলে।