বলবে সবাই লক্ষী বড়
বলবে হয়তো কুলীন ঘর,
জানবে না কেউ কেমন করে
সামলেছিল তুফান ঝড়।
নিয়ম নীতির লাইন ছেড়ে
ধরে নি সে অন্য পথ,
সাধু সাধু বলে সবাই
বলে দ্যাখো কত্ত সৎ!
কেউ জানে না কাটছে কেমন
অনাহারের কয় প্রহর,
অনাহারে রাত কেটে যায়
অনাহারেই আসে ভোর;
মুখ খোলে না অভাগা তাও
মানটুকু চায় রাখতে তার,
অনাহারী সত্ত্বা জানায়
ধারবো আর নীতির ধার।