ঘর বেঁধেছে অংগে আমার
হরেক রকম রোগ বালাই,
হিংসা বিদ্বেষ ক্ষোভ মেটাতে
ফন্দি ফিকির চলছে তাই।
ঈর্ষা অনল বুকের ভেতর
তুষের মতো পুড়ছে ভাই,
নিঃস্ব হলাম নিঃস্ব হলাম
দিনরাত্রি চেঁচিয়ে যাই।
লোভ লালসায় পণ্য দাসে
রাখছি না আর নিজের খোঁজ,
শতেক রোগে মরছি ধুঁকে
মরছি ধুঁকে হররোজ।
অংগ জুড়ে ঘর বেঁধেছে
নিত্য নতুন রোগ বালাই,
কোথায় গেলে পথ্য পাবো
সেই ঠিকানা জানা নাই।
ধরলো পচন অংগ জুড়ে
শতেক পদের রোগ নিয়ে,
বাঁচার উপায় খোঁজে তখন
বেকুবটা তার প্রাণ দিয়ে।