কবিতায় ভাবি কবিতায় লিখি
কবিতায় করি বাস,
সৃজনশীলতার সাগরে ডুবেও
মেটে না মনের আশ।
কী যেন হয় নি, কী যেন পাই নি
হাহাকার করে মন;
অন্তরাত্মা হারালো কোথায়
বলে দেবে কোন জন?
এত যে কথা এত যে সুধা
এত এত তাল সুর,
প্রশান্তি তবু কেন পাই না
খুঁজে খুঁজে বহুদূর।
অতঃপর বুঝি দু চোখ বুজে
হাহাকার কেন হয়,
মরিচা ধরেছে হৃদয়ের মাঝে
পেরেশানি আর ভয়।
জঞ্জালগুলো একে একে সব
ঝেটিয়ে বিদায় করে,
দান ধ্যান আর সৃষ্টি সেবাতে
মন প্রাণ গেছে ভরে।