বলতে পারি নি ওদের মতো
যেমনি ওরা চায়,
চলতে পারি নি তাল মিলিয়ে
ভাসি নি গড্ডালিকায়।
ওদের মতো সুখ সাগরে
ইচ্ছে করে নি ভাসতে,
দুঃখীর দুঃখে পারি নি আমি
ওদের মতো হাসতে।
বিলাস বাসরে লাগে নি ভালো
শুনি যে শিশুর কান্না,
স্বপ্নেও দেখি অসহায় মুখ
বারবার দেয় ধর্ণা।
ডাকে তারা কাছে আয় আয় বলে
পারি নি আমি এড়াতে,
অপরাধ আমার এটাই কেবল
ওদের সাথে চলাতে।