আতা গাছে তোতার গল্প
অনেক দিন তো শুনলাম,
আকাশ ভরা তারার মেলা
তাও তো বসে গুনলাম।


তোমার সাথে আমার গল্প
আর লাগে না ভালো,
মানুষগুলো কেমন যেন
চায় না দেখতে আলো।


অর্থ ছাড়া বার্তা কথায়
অর্বাচীনে সুখ খোঁজে,
উচিৎ কথার দেখলে ছবি
চুপটি করে চোখ বোজে।


মন দাসত্বে ব্যস্ত সবাই
কথা দিয়ে ঝড় তোলে,
কাজের বেলায় ঠনঠনাঠন
গরু দেখে ব্যাঙ ফোলে ।