কথা কয় না কোকিল কোকিলা
শরমে ঢাকে মুখ,
কাকের কন্ঠে সা রে গা মা পা
বুক করে ধুকপুক।


অশনির ডাক শোনা যায় দূরে
কালো মেঘে ঢাকা সূর্য,
বোবা কালারা আজকাল দেখি
বাজায় রণতূর্য ।


বারোটা বাজতে খুব দেরী নাই
হতেও পারে তা চৌদ্দ,
নাপিতের কাচি খচখচ কাটে
এ যুগের সেরা বৈদ্য।