কতকাল যে হয়নি দেখা
হয়নি কত কিছু লেখা।
সুখের কথা দুঃখের কথা
চারটে দুটো গোপন ব্যথা,
লুকিয়ে রাখি বুকের ভেতর।
লজ্জা ঘেন্না ক্ষোভ হতাশায়
আঁকড়ে ধরে সর্বনাশায়।
এই বুঝি শেষ হলো খেলা
ভাসবে এবার দেহ ভেলা
শূন্যলোকের অন্তরালে।
শেষ হয়েও শেষ হয় না যেন
মরার সময় এখন কেন?
চাইছিস দিতে কাকে ফাঁকি?
কাজ আছে তোর ম্যালা বাকী।
ওঠরে জেগে পথের পথিক
বুঝতে হবে ভুল না সঠিক,
দ্যাখ দুয়ারে হাজার জনায়
দাঁড়িয়ে আছে তোর অপেক্ষায়।