পাখিগুলো সব জটলা বেঁধেছে
হিজল গাছের তলায়,
নিত্য নতুন সুর তাল নিয়ে
গাইছে সাঁঝের বেলায়।
বসেছে কেউ গাছের ডালে
কেউবা ফুলে ফুলে,
গাইছে তারা খেলছে তারা
হিংসা বিভেদ ভুলে।
একটা পাখি উড়তে যেয়ে
পড়লো হোঁচট খেয়ে,
ডানা ভেঙে দুঃখ ব্যথায়
জল ঝরে চোখ বেয়ে।
সাঁঝ পেরিয়ে রাত্রি আসে
ভাঙবে এবার আসর,
সেই পাখিটির আর হলো না
কাব্য ভরা বাসর।