আমি বা আমরা ছাড়া
চলতে তুই পারবি?
নাকের জলে চোখের জলে
এক করে তবে ছাড়বি।
একা চলা তোর কম্ম
কোন বেকুবের ভাবনা?
পাগল হয়ে ঠিক যাবি তুই
ঠিক যাবি তুই পাবনা।
যেমনি বলি তেমনি চলিস
তোর কথাতে নয়,
একলা মেয়ে একলা চলিস
পাস না কেন ভয়?
ঘরহারা তুই বরহারা তুই
কিসের এত তেজ?
বাঁচবি হয়ে তুই যে কেবল
নেড়ি কুত্তার লেজ।
লাত্থি খাবি গুঁতা খাবি
যার যা মনে চায়,
কিসের রে তোর মান মর্যাদা
শুনলেও হাসি পায়।
বলছে এমন শতজনায়
আপন কিবা পর,
শোনরে মেয়ে কান পেতে তুই
তুই যে যাযাবর।
থাকবে ক দিন এই জগতে?
খুব তো বেশি নয়,
স্রষ্টা বিনে আর কারো যে
পায় না মেয়ে ভয়!
ইচ্ছেমতো যাও বলে যাও
আবোল তাবোল কথা,
নিজের মতোই বাঁচবে মেয়ে
স্রষ্টা আছেন যেথা।