সবুজ পাহাড় অবুঝ হৃদয়
পাগলপারা মন,
পঞ্চকন্যার নিদ্রা গেলো
গুনতে গুনতে ক্ষণ।


রাত পোহালো, দিন ফুরালো
মেলবে ডানা বিমান,
পঞ্চকন্যা উড়াল দিলো
ছুঁতে নীল আসমান।


বুকের ভেতর ধুকুরপুকুর
মনের কোণে আশা,
জমিন ছুঁলেই পঞ্চকন্যার
কাটবে সময় খাসা।


হাসবে তারা খেলবে তারা
সবুজ চায়ের বনে,
রাতারগুলের গুল্মলতা
মিলবে তাদের সনে।


ভোলাবাজার ভুলিয়ে দিলো
আপন পরিচয়,
পঞ্চকন্যার খুশীর জোয়ার
বাঁধা ছাড়াই বয়।