“জীবন” টা কি বলতে পারো?
খেয়ে দেয়ে ফুর্তি করো
নাই কোন এসাইনমেন্ট, নাই কোন লক্ষ্য
দিশেহারা, ছন্নছাড়া, দুরু দুরু বক্ষ,
চোখ খুলে মন বুজে হয়ে আত্মহারা
না দেখে না বুঝেই যাবে কি মারা?
মান+হুশ মিলে হয় যদি মানুষ
তবে কেন ওড়াবে তুমি মিথ্যার ফানুস?
সফর শেষে যেতে হবে মহাজাগতিক সফরে,
ভুলো না সে কথা রংগীলা এ বাসরে।
ম্যানুয়েল মেনে যদি চালাও প্রযুক্তি
জেনো পাবে ইহ আর পরলোকে মুক্তি।