ভালবাসার প্যানপ্যানানি কানে বড় লাগে
"ভাল বাসা" চাই যে আমি ভালবাসার আগে।
"নারী"  কিংবা "পুরুষ" যেটাই তুমি বল
মানুষ রূপেই দেখতে যেন অনেক লাগে ভাল।
"হাড়ি ঠেলে, পড়ে শাড়ী বেচবে তোমার মন"
এমন বোকা ভাবছো আমায় তুমি সোনা ধন!
মায়ের কোলে সুখের দোলে হয়নি শোনা গান
চাঁদ মামাকে ডেকে আমি দেইনি যেতে মান।
"যে রাঁধে, সে চুলও বাঁধে" এ নহে মোর শিক্ষা
সৃষ্টির সেবায় থাকবো রত এই না হলে দীক্ষা
চার পেয়ে মানব রুপে দেবো না কাটাতে দিন।
অন্যায়ের প্রতিবাদে সোচ্চার কণ্ঠে শোধাবো ঋণ,
টুটি ধরে যতই তুমি করবে তারে ক্ষীণ।