বেলা যবে ডুবু ডুবু
প্রদীপও প্রায় নিভু নিভু
কাহিনীর কিছু নাই বাকী
আঁধারে বসে নির্জনে নীরবে
চলেছি কেঁদে আমি একাকী।
বুঝিবা হয়ে গেছে সব শেষ,
সাত সাগরের ওপার থেকে
বললে তুমি আমায় ডেকে
ফিরে দেখো, হয়েছে সবে শুরু
বার্তা নিয়ে ছুটে এসেছে
মেঘ করে গুরু গুরু।
সমাপ্তির রেখা টেনে
পারেনিকো কেটে দিতে
জীবনের শেষ ফিতে।
ফুলেরা সব চেয়ে আছে
তোমায় শুধু চাইছে কাছে
নিয়ে আনন্দের রেশ।
পথ হারা পথিকের তরে
নেবে জল দু হাত ভরে
মেটাবে তৃষ্ণা সে জল পানে
জানে আমার মন তা জানে।
ঘন আঁধার ভেদ করে
ফুটবে আলো চারিধারে
বেজে ওঠে নব জীবনের ছন্দ
চারিদিকে দেখি আমি
শুধু আনন্দ আর আনন্দ!