পেট পুরে খেয়ে দেয়ে
বসে আরাম কেদারায়
গান, কবিতা, গল্প, ছড়া
অনেক কিছুই লেখা যায়।
নিরন্নের কবলে পড়ে
জোটেনি যার ভাত
দেখো গিয়ে কেমন করে
কাটছে তার রাত।
পিতৃহারা, মাতৃহারা
বঞ্চিত সব শিশু
পায় না আদর, রয় না কদর
ঘুরছে দিশেহারা।
চলবে জীবন ভালভাবেই
গান, কবিতা ছাড়াই
সবাই মিলে এসো তবে
ওদের পাশে দাঁড়াই।