নিঠুরিয়া বাঁশের বাঁশি ছিল না তোর হাতে
রাধা রূপে হইনি বাহির ঘুমপাড়ানি রাতে
মুঠোফোনের রিং টোনটা উঠতো বেজে যখন
মন ময়ূরী উঠতো নেচে, এলো বুঝি লগন!!
দুষ্টু গলায় বলতি আমায় কেমন হলো ঘুম
ঘুম পালিয়ে চলছে তখন আনন্দেরই ধুম।
চলছে কথা, হচ্ছে আদেশ, যাচ্ছে সময় বেশ
রাত পোহালেও যায় না যেন ভাল লাগার রেশ।
একটু ছিলি ক্যারাব্যারা, দুষ্টুমীতেও পাকা
শ্বেত শুভ্রয় ছিল যে তোর হৃদয়খানি আঁকা।