চেয়েছিলাম হতে কূল বধূ
বাঁধিয়া নতুন ঘর
তুমিই ছিলে আপন শুধু
আর ছিল সব পর
তুমি বিনে এ নয়ন তারায়
ছিল না ছিল না কেউ
তবু কেন সব ভাসিয়ে নিল
সাত সাগরের ঢেউ?
চেয়েছিলাম আমি তোমার বুকেতে
রাখতে লুকিয়ে মুখ
ওখানেই আমি পেতাম যেন
স্বর্গের যত সুখ!
যখন আমায় বেঁধেছিলে তুমি
তোমার বাহুডোরে
মনের ভেতর উথাল-পাথাল
সুখে যেন যাই মরে
আচমকা এক দমকা হাওয়ায়
চমকে উঠি জেগে
শুন্যের মাঝে বসবাস আমার
জোটেনি কিছুই ভাগে।


০৩/১১/২০১৬