ডুম ডুম শব্দে দেখো বেজেছে ওই ডংকা
ঢুলু ঢুলু চোখে আজ নেই কোন শংকা
ওঠো সবে পড়িমড়ি ছুটে চলো দিগ্বিদিক
নব জীবনের ডাক এসেছে ঠিক ঠিক ঠিক
শ্বেত শুভ্র বসনে এ কোন নিভৃতচারী
ঝামা ঘসে করলো ঠান্ডা বাবু কিসিঞ্জারী,
বলেছিলে অকর্মা, তলাবিহীন ঝুড়ি
পদ্মা সেতু দেখে কেন মুখ করেছো হাড়ি?
দেখবে যখন ২০২৫ এর নতুন ঝলক
উঠবে কেপে বলবে বিশ্ব এ কেমন চমক?
গুনগুনিয়ে গান শুনিয়ে দিয়ে ধমক ধামক
ভেবেছিলে ধান্দাবাজি চলছে যেমন চলুক
স্মিত হেসে আড়াল থেকে বলছেন সেই ধ্যানী
ঘুম ভেংগে জেগে ওঠো বাংলার সব জ্ঞানী।